
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আজ ২৫ ডিসেম্বর, যীশু খ্রীস্টের জন্মদিন। খ্রীস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ক্রিসমাস বা বড়দিনে সামিল হন সব ধর্মের মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের গির্জা, বাড়িঘর, দোকানপাট সেজে ওঠে ঝলমলে ক্রিসমাস ট্রি ও রঙিন আলোয়। ক্রিসমাস ক্যারলের সুরের সঙ্গে হাজির হন থলেভরা উপহার নিয়ে সান্তা ক্লজ। আর এই ক্রিসমাস ট্রি থেকে সান্তা ক্লজের পোশাক, বড়দিনের সব আয়োজনেই থাকে লাল ও সবুজ রঙের প্রাধান্য। যার কারণ শুধুই কি এই দুটি রং একসঙ্গে দেখতে ভালো লাগে, নাকি রয়েছে অন্য ইতিহাস! আসুন জেনে নেওয়া যাক।
গবেষণায় দেখা গিয়েছে, বড়দিনের লাল-সবুজ রঙের ব্যবহার শুরু হয়েছে মধ্যযুগে। এই রং দুটি ব্যবহারের পেছনে রয়েছে প্রতীকী অর্থও। প্রাচীন যুগে লাল ও সবুজ রঙের গাছের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতেন। প্রচলিত বিশ্বাস ছিল, এই গাছগুলি শীতের রুক্ষতার মধ্যেও পৃথিবীকে সতেজ ও সুন্দর রাখে। তাই এই গাছগুলিকে সুরক্ষা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়।
মধ্যযুগের গির্জাগুলিতেও সচরাচর লাল-সবুজ রঙের পর্দা ঝুলতে দেখা যেত। তাই সেই সময় এই রংগুলি খুব সহজে পাওয়া যেত বলেই মনে করা হয়। ধীরে ধীরে পরবর্তী সময়ে বড়দিনের আয়োজনে লাল ও সবুজ রঙের ব্যবহার আরও বাড়তে থাকে।
লাল ও সবুজ ছাড়াও ক্রিসমাসে সাদা ও সোনালী রংও ব্যবহৃত হয়।আর এই চারটি রং বিশেষ বার্তাও বহন করে। যেমন বড়দিনের প্রধান রং লালকে ত্যাগ, প্রেম ও সমর্পণের রং হিসাবে মনে করা হয়। স্বয়ং সান্টা ক্লজ ওই রঙের পোশাক পরেন। লাল রংকে যিশু খ্রীস্টের ত্যাগ ও সর্বজীবে প্রেমের আদর্শের প্রতীক হিসাবে ধরা হয়।
সবুজ রং রোমান সভ্যতায় সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয়। আবার সবুজ রং হল যৌবনের রং। এছাড়াও শীতকালে অন্য গাছের পাতা ঝরে গেলেও চিরসবুজ ক্রিসমাস ট্রি সবুজ পাতায় ভরে থাকে। এটি বোঝাতেও ক্রিসমাসের সঙ্গে জড়িয়ে আছে সবুজ রংও।
পাশ্চিমী দেশগুলিতে ক্রিসমাসের সময়ে তুষারপাত হয়। তাই এই সময় গৃহসজ্জার উপকরণ হিসেবে বরফের প্রতীক হিসেবে সাদা তুলো ব্যবহার করা হয়। সাদা রঙের মধ্যে ভালোবাসা, শান্ত ও পবিত্রতার ইঙ্গিত রয়েছে।
কথিত রয়েছে, গোটা বিশ্বকে যিশুর রূপে বিশেষ উপহার দিয়েছিলেন ঈশ্বর। ক্রিসমাসে উপহার দেওয়ার রীতিও প্রচলিত আছে। আর সোনালী রং হল উপহারের প্রতীক। সেই কারণে বড়দিনের সঙ্গে জড়িত সোনালী রংও।
বাড়িতে বানানো স্যান্ডউইচ দোকানের মতো হয় না? শুধু ৫ টিপস মানলেই পাবেন 'পারফেক্ট' স্যান্ডউইচের স্বাদ
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
রোজ খালি পেটে এই একটি ‘সুপারফুড’ খান, ছুঁতেও পারবে না হৃদরোগ, মজবুত হবে হাড়
বাজার থেকে কেনা পনির ভেজাল নয় তো! কীভাবে আসল-নকল বুঝবেন? সহজ উপায়ে যাচাই করে নিন
অবসরে ধনকুবের ওয়ারেন বাফেট, ধনী হতে চাইলে অবশ্যই জানতে হবে তাঁর ৫টি উক্তি
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক